ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে : ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ দাবি করে মানবিক বিবেচনায় হলেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে দলের মহাসচিব এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি। তার চিকিৎসা করার মতো অবস্থা দেশে নেই। তার সঠিক চিকিৎসায় বিদেশ নেওয়া জরুরি হলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না।


তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।


এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

ads

Our Facebook Page